এতোদিন তো এন্ড্রয়েড এ্যাপস শুধু এ্যান্ড্রয়েড আর ট্যাবে চালালেন । কিন্তু এবার পিসিতে এন্ড্রয়েড এ্যাপস চালালে কেমন হয়?? নিশ্চয় মজার হবে…….
অ্যান্ড্রয়েড ফোন আর ট্যাবের পাশাপাশি উইন্ডোজ পিসিতেও এসব অ্যাপস চালানো গেলে মন্দ হয় না। সরাসরি সেই সুযোগ না থাকলেও সাম্প্রতিক সময়ে এই কাজটি সহজ করে দিতে হাজির হয়েছে বেশকিছু পদ্ধতি। জানাচ্ছি আমি AH Tasnim
স্মার্টফোন বা ট্যাবলেটের লাখ লাখ অ্যাপস কি আর উইন্ডোজ পিসিতে ব্যবহার করা যায়? এই প্রশ্নের উত্তরে এখন আর ‘না’ বলার উপায় নেই। থার্ড-পার্টি কোম্পানিগুলো তো বটেই, গুগল নিজেই এই সুযোগ করে দিতে বের করেছে একাধিক পদ্ধতি। এদের প্রতিটিই অন্যটির তুলনায় আলাদা ধরনের হলেও মূল লক্ষ্য এক। আর তা হলো—অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোকে উইন্ডোজ প্ল্যাটফর্মে চালানোর সুবিধা করে দেওয়া। প্রতিটি কৌশলেরই রয়েছে নিজস্ব শক্তিশালী ও দুর্বল দিক। এই লেখায় এমন কয়েকটি পদ্ধতির কথাই তুলে ধরা হলো।
ক্রোমের জন্য আর্ক ওয়েল্ডার
আর্ক ওয়েল্ডার ফর ক্রোম নামের এই পদ্ধতির মূলে রয়েছে আর্ক ওয়েল্ডার নামের একটি এক্সটেনশন। গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের জন্য তৈরি করা হয়েছে এই এক্সটেনশটি। আর সে কারণে এই পদ্ধতিতে কেবল উইন্ডোজ নয়, গুগল ক্রোম ব্যবহার করা যায় এমন যেকোনো প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপস। আর্ক শব্দটির পূর্ণ রূপ হলো অ্যাপ রানটাইম ফর ক্রোম (ARC-App Runtime for Chrome)।
যেকোনো প্ল্যাটফর্মের জন্যই এর ব্যবহারবিধি মোটামুটি একই। এই পদ্ধতিতে অ্যান্ড্রয়েড অ্যাপস চালাতে হলে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার থেকে ক্রোম ওয়েবস্টোরে গিয়ে এই ঠিকানা থেকে ইনস্টল করে নিতে হবে আর্ক ওয়েল্ডার এক্সটেনশনটি। তাহলেই ক্রোম ব্রাউজারের অ্যাপ লঞ্চারে যুক্ত হয়ে যাবে আর্ক ওয়েল্ডার। এরপর কাঙ্ক্ষিত অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো চালানোর জন্য প্রয়োজন হবে এসব অ্যাপসের এপিকে (.APK) ফাইল। স্মার্টফোনে অ্যাপসের ব্যাকআপ থেকে পাওয়া যাবে এপিকে ফাইল। ApkMirror বা এমন সাইট থেকেও বিভিন্ন অ্যাপসের এপিকে ফাইল ডাউনলোড করে নেওয়া যাবে। এরপর ক্রোম ব্রাউজারে গিয়ে আর্ক ওয়েল্ডার চালু করে কাঙ্ক্ষিত অ্যান্ড্রয়েড অ্যাপসের এপিকে ফাইলটি নির্বাচন করে দিতে হবে। আর তাহলেই চলতে শুরু করবে অ্যাপস। গুগল প্লে সার্ভিসের জন্য এখনও ন্যাটিভ সাপোর্ট চালু না হওয়ায় কিছু কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস চলতে সমস্যাও হতে পারে এতে। তবে জনপ্রিয় এবং বহুলব্যবহূত বেশিরভাগই অ্যান্ড্রয়েড অ্যাপসই এতে নির্বিঘ্নে চলে। এভারনোট, ইনস্টাগ্রাম, ফ্লিপবার্ডের মতো সব অ্যাপস চালাতেও কোনো সমস্যা হয় না আর্ক ওয়েল্ডারে।